বড় মসজিদ সংলগ্নে অবস্থিত রংতুলি আর্ট একাডেমি,পাটগ্রাম, লালমনিরহাট গতো ২৬শে ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার
চিত্রশিল্পী মাহফুজার রহমান সম্রাট স্যার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তিনি হার্ট অ্যাটাক করেন। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায়
মায়ার বাঁধন ছিন্ন করে চিরদিনের জন্য হারিয়ে যাওয়ায় রং তুলি আর্ট একাডেমি পরিবার গভীরভাবে শোকাহত ।শিল্পীর পরিচয় পত্র অনুযায়ী ৫৬ বছর ১১মাস ২৫ দিন বেঁচে ছিলেন আমাদের মাঝে। আমরা কখনোই তাকে ভুলবো না তিনি একজন মহাগুনের অধিকারি, চিত্রশিল্পী শাহ আলম বলেন গুণী মানুষদের ভুলবো কি করে। ২০০৮ সাল থেকে সম্রাট স্যারের সাথে পথচলা। সেই থেকে বিভিন্ন আর্টের কাজ এক সাথে করেছি এবং পাটগ্রাম রংতুলি আর্ট একাডেমি গড়ার প্রথম প্রস্তাব তিনি দিয়েছিলেন। তার পর থেকে ২০১১ সালে শুরু হয় রংতুলি আর্ট একাডেমি,, এই সুন্দর হৃদয়ের মহান মানুষটিকে হারিয়ে আমরা রংতুলি পরিবার গভীর ভাবে শোকাহত। আগামী ৩রা জানুয়ারি ২০২৫ খ্রি, রোজ শুক্রবার, পাটগ্রাম বড় মসজিদএ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে এবং রং তুলি আর্ট একাডেমিতে মিলাদ মাহ্ফিল এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই শিল্পীর জন্য শুভ কামনা করবেন তিনি যেন জান্নাত বাসী হতে পারেন। তার দুটি ছেলে সহ সবাই এক সাথে সংসারে জীবন যাপন করেছেন।ছোট ছেলে এ বছরই অ্যাডভোকেট হয়ে দেশ সেবার কাজে নিয়োজিত হয়েছেন। তার সহধর্মিনী হাসপাতালে
চাকরি করেন। তার হাতে দুই সন্তান,বড় সন্তানের ছেলে মেয়ে স্বজনদের দায়িত্ব দিয়ে চির বিদায় নেন। কিন্তু রং তুলি আর্ট একাডেমি পরিবারে যে কৃতিত্ব রেখে গেছেন তা পাটগ্রামের মানুষরা আজীবন মনে রাখবেন। তার সৃষ্টি এবং সৎ আলাপি একজন সাদাসিদে নির অহংকারী মানুষ চির অমর হয়ে থাকবে মানুষের হৃদয়ে। আপনারা সবাই সম্রাট স্যারের আত্মার শান্তি কামনা করবেন। আল্লাহ যেন জান্নাত দান করেন আমিন।