কলমেঃ আলিম আহমেদ
হায় হায় খোকা খুকি হায়
ঘন্টা ভেজে যায়,
সময় বড় কম মোরা সবে
স্কুলে চলে হায়।
আমি যাব সবে যাবে
অনেক মজা হবে,
স্যারের কাছে কলম হাতে
সবে লেখতে যাবে,
অ আ ই খোকা খুকি পড়ে
কি আনন্দে পড়ে,
পড়া শেষে ঘন্টা ভেজে
যাবে সবে ঘরে।
আমিও হাটি খুকিও হাটে
গল্পে মন মেটে,
সবে খুশি আমিও খুশি
যাবে সবে সাথে।