ভাদ্র মাসে তাল পাকে
বৈশাখে তার চোখ,
আশ্বিনে আঁটি কেটে
শাঁস খায় লোক।
চৈত্র ও বৈশাখ মাসে
চোখে ঝরে কষ,
আহা কি মিষ্টি স্বাদের
এমন মধুর রস?
গাছি আনে রস পেড়ে
চেপে দুই ঘাড়ে,
মৌমাছিরা পিছু পিছু
ধাওয়া করে তারে।
তালের রসে গুড় পাটালী
কত মজার স্বাদে,
খোকা খায় তালের বড়া
চড়ে দাদুর কাঁধে!