পদ্য কাব্য লিখতে গেলে
ছন্দ মাত্রা জানতে হয়,
মাত্রা মেনে পদ্য লেখা
মোটেই অত সহজ নয়।
শিশু শেখে প্রথম ছড়া
ছন্দে যেটা হয় লেখা,
হাসি খুশি মজার ছলে
ছোট্ট শিশুর হয় শেখা।
ভাল্লাগেনা ছন্দ মাত্রা
হামেশাই যায় তাল কেটে,
তখন ভাবি লিখবনা আর
ছন্দ ছড়া আর খেটে।
গদ্য নাকি পদ্য ভালো
ছেড়ে দিয়ে দ্বন্দ্ব আজ,
যে যার খুশি মনের মতো
লেখালেখির হোকনা কাজ।
ছন্দ গদ্য সব কবিতায়
রইলে কিগো তাতে দোষ,
এসব নিয়ে জ্ঞানী গুনীর
রইবে কেন মনে রোষ?