মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯ আগষ্ট স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের সকল সিটি করপোরেশনের মেয়রদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয় ।
গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪”–এর ধারা ২৫ক–এর উপধারা (১) প্রয়োগ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোঃ নজরুল ইসলাম কে নিয়োগ প্রদান করা হয়।
নিয়োগকৃত প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪–এর ধারা ২৫ক–এর উপ-ধারা (৩) অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন এবং বিবি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ প্রাপ্য হবেন।
মোঃ নজরুল ইসলাম এর গ্রামের বাড়ি কুমিল্লা বুড়িচং উপজেলা সদর ইউনিয়ন হরিপুর গ্রামে । ২০০৮ সালে উনাকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব থেকে আওয়ামী লীগ সরকার তাকে নারায়ণগঞ্জ তারাবো পৌরসভার সিইও পদে বদলি করে রেখেছিলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মোঃ নজরুল ইসলাম এলজিইডি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেয়ায় কুমিল্লায় আনন্দের বন্যা বইছে।