মোঃ আমির হোসেন, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুরে "বাসযোগ্য নিরাপদ পরিবেশ চাই" শ্লোগানকে সামনে রেখে যাদুকাটা নদী সংরক্ষণ ও সুরক্ষা সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) যৌথ আয়োজনে যাদুকাটা নদীর তীরবর্তী ঘাগটিয়া বাজার প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাব্বির আহমদ আখঞ্জি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল হোসেন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পীযুষ পুরকায়স্থ টিটু, সহ সভাপতি মোহাম্মদ শওকত আলী, একে এম আবু নাসের, সাইফুল আলম সদরুল, শফিকুল হক, আব্দুল গণি পাঠান প্রমুখ।