স্টাব রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্বেচ্ছাসেবকলীগের এক মাতাল নেতার হামলায় আহত হয়েছেন সনাতন ধর্মাবলম্বী এক পরিবারের মা ছেলে সহ তিনজন। আহতরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও গ্রামের বাবুল পালের স্ত্রী কন্ঠরি রানী পাল (৫২), তার ছেলে বিজন পাল (৩০) ও চন্দন পাল। আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে তেলিগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে দশটার দিকে তেলিগাঁও গ্রামের ওসমান গণির ছেলে ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভা এরশাদ মদ খেয়ে মাতাল অবস্থায় একই গ্রামের বিজন পালের বাড়িতে যায় এবং ঘরের দরজা খুলতে বলে। এসময় আহত বিজন পাল ও তার ভাই চন্দন পাল বালিয়াঘাট নতুন বাজারে দোকানে ছিলেন। বাড়িতে শুধু বিজন পালের স্ত্রী ও বৃদ্ধ মা ছিলেন। বাড়িতে পুরুষ মানুষ কেউ না থাকায় বিজন পালের মা দরজা খুলতে মানা করেন তাকে। দরজা না খুলায় মাতাল এরশাদ ক্ষিপ্ত হয়ে দরজা লাথি দিয়ে ভেঙ্গে ঘরে জোরপূর্বক প্রবেশ করে আসবাপত্র ভাংচুর এবং বিজন পালের বৃদ্ধ মাকে আহত করে চলে যায়। খবর পেয়ে বিজন ও তার ভাই চন্দন পাল বাড়িতে এসে ঘর দুয়ার ভাংচুর দেখে এরশাদের বাড়িতে তার পিতার কাছে বিচার নিয়ে যাওয়ার পথে আগ থেকে উৎপেতে থাকা এরশাদ সহ তার ভাই ভাতিজারা বিজন পাল ও তার ভাই চন্দন পালকে রাস্তায় পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের কবল থেকে উদ্ধার করে রাতেই আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার সংবাদ পেয়ে শুক্রবার সকালে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবির দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত এরশাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবির দাশ বলেন, ঘটনাস্হল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।