মিজানুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
"ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, আয়রে সাগর, আকাশ, বাতাস দেখবি যদি আয়" এই স্লোগানকে সামনে রেখে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে আজ সোমবার (১৬সেপ্টেম্বর ২৪) বেলা সাড়ে বারোটায় বিদ্যালয়ের হল রুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে হাম, নাত, বিতর্ক ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা ধর্মীয় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ
মোঃ ইয়াহিয়া তালুকদার এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন চৌধুরীর সঞ্চালনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সৌরভ মিয়া বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোছাঃ আমিনা খানম, সহকারী শিক্ষক মোঃ মাহবুবুল আলম, প্রভাষক আব্দুর রাকিব, সহকারী শিক্ষক সোহেল আহমদ সাজু, সিকান্দার আলী সদ্য সাবেক গর্ভানিং বডির সম্মানিত সদস্যবৃন্দ প্রমূখ।
বক্তারা বিশ্বনবী মহামানব হযরত মুহাম্মদ (স:) এর জীবন আদর্শ বিষয়ে তুলে ধরেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাম, নাত, ইসলামী বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোছাঃ আমিনা খানম পরে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।