রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

তোমার ঐ চোখে ভালবাসা আমার

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

কবি: কামাল মাহমুদ জয়

তোমার ঐ চোখে ভালবাসা আমার,
স্বপ্নের ভেলা, সোনালি কারুকার্য।
অধরার ভাষায় হাসে আকাশ,
সেই চোখে মিশে আছে ভালবাসার প্রকাশ।

তোমার ঐ চোখে এক রহস্যের ঝিলিক,
অজানা আকর্ষণে টানে হৃদয়ের দিগন্ত।
চুপচাপ কথা বলে, বিনা শব্দে,
সেই চোখের গভীরতা বলে কত কথা নীরবে।

তোমার ঐ চোখে আমার মন হারে,
তাকালেই হারিয়ে যাই অন্য কোন জগতে।
তোমার চোখে আছে প্রেমের প্রতিচ্ছবি,
সেখানে আমি খুঁজে পাই নিজেকে নতুন রূপে।

তোমার ঐ চোখে ভালবাসা আমার,
সেই চোখে লেখা আছে অন্তহীন স্বপ্নের আকার।
দুটি চোখেই লুকিয়ে আছে যত্নের আঁচল,
তোমার ঐ চোখেই আমি খুঁজে পাই শান্তি এবং আলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102