নিজস্ব প্রতিবেদক:
নিরক্ষর থাকবো না দেশের বোঝা হবো না এই প্রতিপাদ্য সামনে রেখে ২০২১ সালে মোহাম্মদ আলীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় দুই টাকায় স্কুল নামক একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান। এই স্কুলের মাধ্যমে শিক্ষা থেকে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ইতিমধ্যে দেশে বিদেশ
এই স্কুল সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এই প্রতিষ্ঠানের কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে ৮ সেপ্টেম্বর রোজ রবিবার দুই টাকায় স্কুল ২০২৪-২০২৬ পরিচালনা পর্ষদ গঠন করা হয়। উক্ত পরিচালনা পর্ষদে মোহাম্মদ বদিউর রহমান কে সভাপতি ও মোহাম্মদ আলী কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
কমিটির অন্যানারা হলেন- সহ সভাপতি রোকেয়া খানম; তাসলিমা আক্তার জলি; মোহাম্মদ আবুল হাশেম, এস এম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রুলিয়া খাতুন, শিক্ষা সম্পাদক সুমাইয়া আক্তার, অর্থ সম্পাদক উৎপল কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল লতিফ আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিফা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মুন্নী বড়ুয়া, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ, কার্যকারি সদস্য মোঃ মেশবাহুল হক প্রমূখ।