মোঃ জাকিরুল ইসলাম জাকির
নদীর আত্মচিৎকার কেউ শোনেনা
নদীর দুঃখদুর্দশা কেউ দেখেনা।
নদীর বুকে ফেলে সবাই আবর্জনা
নদীর সাথে করছে সবাই ছলনা।
মানুষের অত্যাধিক অত্যাচারে অতিষ্ঠ নদী
মানুষের দখলে পৃথিবীর সকল নদ নদী।
নদীকে নদীর মতো বাঁচতে দাও
নদীকে নদীর মতো চলতে দাও।
নদী যদি চলে নদীর মত
নদী দিবে মানিক রতন শত।
নদীর চলার পথে কোন দাও বাঁধা
নদীর জলের থাকে অনেক ক্ষুধা।
নদীর জল ছুটেবে তেপান্তরের মাঠে
নদীর জল দেখতে আসবে সবাই ঘাটে।
নদীর বুকে দিওনা তোরা বাধ
নদীর জলই হবে মরণের ফাঁদ।
নদীর বুকে বাধ দিয়ে আটকাতে চাও জল
নদীর অতিরিক্ত জলে পাবেনা সুফল।
নদীর জলধারা কি আটকাতে পারবে?
নদীর জলস্রোত ভেসে সবাই মরবে।
নদীর চলাফেরা করবে যতো বাধাগ্রস্ত
নদীর জলে জলোচ্ছ্বাস হবে বিপদগ্রস্ত।
—————————-
জাকিরুল ইসলাম, লেখা স্বঃত্বসংরক্ষিত। বেলআমলা,জয়পুরহাট, বাংলাদেশ।