ছাত্র -জনতার ঐতিহাসিক বিপ্লবোত্তর নবগঠিত জাতীয় নাগরিক কমিটিকে অভিনন্দন জানিয়েছে জাতীয় নেতা মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ প্রতিষ্ঠিত বাংলাদেশ গণ আজাদী লীগ। মঙ্লবার ( ১০সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে দলটির নেতৃবৃন্দ এই অভিনন্দন জানায়।
সংগঠনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান , কার্যকরি সভাপতি সৈয়দ রশিদুল আলম তর্কবাগীশ, সহ সভাপতি লায়ন প্রফেসর এম আমিনুর রহমান, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট লতিফুর রহমান ও মহাসচিব আলহাজ্ব মোঃ আকবর হোসেন এক বিবৃতিতে বলেন, গত (৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি নামে যে নতুন নাগরিক প্লাটফর্মের ঘোষণা করা হয়েছে, এটিকে আমরা নতুন প্রজন্মের ইতিবাচক রাজনৈতিক উদ্যোগ হিসেবে সাধুবাদ জানাচ্ছি।
বিবৃতে বলা হয়, সাবেক ছাত্রনেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনসহ নাগরিক কমিটিতে অন্তর্ভুক্ত বেশিরভাগ সদস্যই স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রেখে এসেছেন।
আরও বলা হয়, আমরা আশা করি নাগরিক কমিটি যে লক্ষ্য সামনে রেখে গঠিত হয়েছে তা অর্জনে এই তারুণ্যদীপ্ত নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা রাখবে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, বাংলাদেশের স্বার্থ সুরক্ষা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তারা আন্তরিকভাবে কাজ করবে। জাতীর বৃহত্তর স্বার্থে দেশপ্রেমিক ও গণতন্ত্রপ্রিয় সকল শক্তিকে দেশী বিদেশী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি