"লেখকঃ নাইমা ইসলাম"
_______কোমল হৃদয়ের কিংবা ভালো মানুষগুলোর জীবনে সঙ্গী কখনো কেবল বন্ধু, দ্বিতীয় সত্তা কিংবা অর্ধাঙ্গ–অর্ধাঙ্গিনী হয়ে আসে না, আসে শাসক হয়েও! সংসার জীবনে যত রকম অশান্তি আছে, তার সব কয়টা এই কোমল হৃদয়ের মানুষগুলোকে ভোগ করতে হয়..!!
_______সঙ্গী হয়েও যখন শাসকের ভূমিকা পালন করে, তখন শোষণ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সংসার ধর্মে যারা কোমল স্বভাবের, যারা শান্তিপ্রিয়, যারা কেবল ভালোবাসা আর গুরুত্ব পেতে চায়, মূলত তাদের শোষণ করতেই সঙ্গী শাসকের ভূমিকা পালন করে..!!
_______দাম্পত্য জীবন কখনোই শাসন কিংবা শোষণ করে সুখী করা যায় না। সঙ্গীর প্রতি যারা নমনীয় হতে পারে না, যারা সহমর্মিতা দেখাতে পারে না, তারা সংসারে অশান্তি সৃষ্টি করে সঙ্গীকে মানসিক যন্ত্রণা দিতে পারে ঠিকই তবে সঙ্গীর ভালোবাসা অর্জন করতে পারে না..!!
_______পৃথিবীতে যারাই সংসার ধর্মে কেবলই শাসকের ভূমিকা পালন করে, তারা মূলত সংসারটাকে নরকে পরিণত করে! তারা সঙ্গীকে মানসিক যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু দিতে পারে না–কিচ্ছু না..!!
_______আর এই ভুক্তভোগী মানুষগুলো যখন তাদের ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলে, তখন সংসারের প্রতি বিন্দুমাত্র টান তাদের থাকে না আর। সংসার বিমুখ হয়ে তারা নিজের জীবনের স্বাদটাই হারিয়ে ফেলে..!!
________এতকিছু সহ্য করেও যে মানুষটা দিব্যি আপনার সংসার করে যাচ্ছে, সেই মানুষটাকে বুঝতে না পারলে আপনার মতো হতভাগা- হতভাগী আর কে আছে? এমন ভালো মনের মানুষকে মানসিক যন্ত্রণা দিয়ে আপনি পৈশাচিক আনন্দ পাবেন ঠিকই, তবে সে একবার আপনার থেকে মুখ ফিরিয়ে নিলে, আপনি নিশ্চিত ভাবে হেরে যাবেন..!!
সবাইকে ধন্যবাদ..।।
"লেখকঃ নাইমা ইসলাম"
"চট্টগ্রাম,বাংলাদেশ"
"তারিখঃ১৩/০৯/২০২৪ সাল"
"লেখার সময়ঃ বিকাল ৫টা"