পশ্চিমবঙ্গ থেকে সংবাদদাতা:
ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার তেহট্ট রেডক্রস ভবনে অনুষ্ঠিত হল ভারতীয় ভাষা সাহিত্য কলা সংহতি পরিষদের বাংলা সাহিত্য সম্মেলন।
গত ২৯ এ সেপ্টেম্বর রবিবার ২০২৪ দুপুর দেড়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্শীয়ান লেখক সৈয়দ শীষ মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অরবিন্দ সরকার, শিশু সাহিত্যিক ও বাঙালি বিশ্বকোষের মুখ্য ব্যবস্থাপক আব্দুল করিম, কবি বিশ্বনাথ ভট্টাচার্য,কবি হান্নান বিশ্বাস, ড. মঙ্গল চন্দ্র মৌলিক, স্থানীয় বিধায়ক তাপস সাহা প্রমূখ। উন্মোচিত হয় কবি ইমাজউদ্দিন বিশ্বাস এর লেখা কাব্যগ্রন্থ বিষন্ন মন প্রবাহ।
সংগীত, কবিতা, রম্য রচনা, বিভিন্ন জ্ঞানী ব্যক্তির বক্তব্যে প্রাণবন্ত হয়ে ওঠে সভা ঘর।
কবি সাহিত্যিক ও সমাজ কর্মীর মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি কবি মহিতোষ মজুমদার, জাহানারা বেগম, অর্জুন কুমার ঘোষ, সৈয়েদা বেগম, রীতা রানী মন্ডল, মোহাম্মদ ইঞ্জিল আলী, সমিরন বাগ,রানা পাল, হযরত আলী, নিশিকান্ত সরকার, আব্দুল রাউফ,চিন্ময়ী চ্যাটার্জী, ফজলুর রহমান রহমান মন্ডল, রিতা মন্ডল, আপস দেবনাথ, আজিম উদ্দিন মন্ডল, মেঘ ছায়া সরকার, সাহিদ মন্ডল, পবিত্র মোহন বাগ, ডাঃ প্রশান্ত সরকার, মেঘ বাহাদুর থাপা, মন্টু ঘটক প্রমুখ।
সম্পাদক সঞ্জয় কুমার ঘোষ তার বক্তব্যের মধ্যে সাহিত্যের প্রতি আজো মানুষের আনুগত্যের কথা বারবার তুলে ধরেন। আরো বেশি করে মানুষকে সংগঠিত করার জন্য সকল কবি সাহিত্যিক শিল্পীদের কাছে আবেদন রাখেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।