সংবাদদাতা: ভারত
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগর ব্লকের বালকী গ্রামে প্রতিষ্ঠিত মদীনার জ্যোতি ইসলামী পত্রিকা। আজ বাইশে সেপ্টেম্বর রবিবার পত্রিকাটির প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল সকাল থেকে বিকেল পর্যন্ত।অনুষ্ঠানের স্থান ছিল উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের স্বরূপনগর ওসিয়া হাই মাদ্রাসা (শাঁড়াপুল হাই মাদ্রাসা) অডিটোরিয়াম হল।
উদ্বোধনী কেরাত ও গজল পরিবেশন করেন আবু রায়হান, সামির গাজী, জাকিয়া সুলতানা। অনুষ্ঠানের প্রথমার্ধে সভাপতিত্ব করেন ডাক্তার সাইদুর রহমান এবং দ্বিতীয়ার্ধে সভাপতিত্ব করেন আলহাজ্ব কাসেম আলী মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোস্তাফা আবদুল কাইয়ুম সাহেব। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন আলহাজ্ব আজিজুল হক, নূরনবী জমাদার ,আলহাজ্ব শামসুদ্দোহা কাসেমী, মাওলানা আলহাজ্ব মোস্তাকিম মন্ডল, ডাঃ সিরাজুল ইসলাম ঢালী, এ.কে.শাহজাহান, মহম্মদ আলী সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে প্রকাশিত হয় মাওলানা মফিজুর রহমান সম্পাদিত “মদীনার জ্যোতি” ইসলামী পত্রিকা, সরবত আলি মণ্ডল সম্পাদিত “পরিচয় গভীরে সিকেন্দার আলি” এবং আনারুল হক সম্পাদিত আলোর সন্ধানে মাসিক পত্রিকার ২৮ তম সংখ্যা। মঞ্চে উপবিষ্ট সকলকে ব্যাচ এবং মানপত্র দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল মন্ডল, নুরুল হক মন্ডল, মতিয়ার সর্দার, মাওলানা মাসুদুর রহমান, সরবত আলি মণ্ডল, সৈয়দ রেজওয়ানুল হাবিব, সৈয়দ জাহাঙ্গীর হাবিব ছাড়াও আরো অনেক ব্যক্তিগত। পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলা থেকে শতাধিক কবি সাহিত্যিক ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। তারা সকলেই সামাজিক পত্রিকা তৈরি করার দাবি করেন। এছাড়া লেখক তৈরীর পন্থা সম্পর্কে আলোচনা করেন। মদীনার জ্যোতি বাৎসরিক নয়, ষান্মাসিক করার কথা বলেন। উপস্থিত অতিথি বৃন্দের মনোজ্ঞ আলোচনায় অনুষ্ঠান গৃহ মুখরিত হয়ে ওঠে। মদীনার জ্যোতি ইসলামী পত্রিকার কোষাধ্যক্ষ কবি সিকান্দার আলি সাহেব অক্টোবর মাসে ওমরাহ হজ্ব পালনে যাবেন, তার দোয়ার মজলিস অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা মফিজুর রহমান ও মাকফুর রহমান সাহেব।