শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
বাংলাদেশে সমৃদ্ধ ও দক্ষ জীবন ও জীবিকার প্রতি প্রকৃতি ভিত্তিক অভিযোজন বিষয়ে উপজেলা পর্যায়ে ওয়াশ কম্পান্যান্টের উদ্যোগে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।মূল বিষয়বস্তু উপস্থাপন করেন,পাইকগাছা নবপল্লব প্রকল্পের রিজিওনাল ম্যানেজার আবুল হাসান সিদ্দিকী মিলন।দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) আয়োজনে ও কেয়ার বাংলাদেশের সহযোগীতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী শেখ,শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন,সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল,এলইডিএআরএস কর্মকর্তা দেবব্রত গাইন,ডরপ উপজেলা সমন্বয়কারী পিন্টু চন্দ্র দাস,এসডিএফ সিও নাসিম আহমেদ,নবলোকের মোঃ সাজ্জাদ সরকার,নবপল্লব প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার মোঃ রেজাউল ইসলাম,উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জাহিদুর রহমান পিয়াস,ফাইনান্স এন্ড লজিষ্টিক অফিসার শামীমা পিয়া,ক্যাপাসিটি বিল্ডিং অফিসার রোজিনা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ।