কামরুন নেসা লাভলী
আমি বুঝিনি তোমার কষ্ট —
আমি জানতে পারিনি তোমার দুঃখ ,
পার্বতী , আমি তোমার দেবদাস ।
আমি দেইনি , তোমার
ভালোবাসার মূল্য —
দিয়েছি শুধু – ই আঘাত ,
ভালোবেসে তুমি চেয়েছিলে
শুধু এ – ই আমাকে ,
আমি ফিরিয়েছি তোমাকে
কত চোখের জলে নির্ভয়ে বলেছো
দেবুদা —-
শুধু পায়ে ঠাঁই দাও
তা – ই বাঁচি ।
লোকলজ্জা , পরনিন্দার ভয়ে
নিজেকে গুটিয়ে নিয়ে
তোমাকে এভাবে ফিরাবো ভাবিনি ,
অপমান সইলে নিরবে
বললেনা কিছু – ই অভিমানে
বুঝিনি তোমাকে হারিয়ে
হারাবো নিজেকে —
নিঃশ্ব দেবদাস ফুরাবার আগে
পেয়েছিল , চন্দ্র মূখীর দেখা
সে ও সঁপিল প্রান দেবদাসেরে
ত্যাগিল সকল ।
ভালোবাসা সইবার ক্ষমতা হারিয়েছি
সে – ই তোমাতেই ,
বুঝি , কার সাধ্য পারু —-
তোমার অধিকারী কে পায় !
হায় ! কেন বুঝিলাম না তোমায়
মেঘে মেঘে অনেক বেলা
বয়ে যাবে —
কালো মেঘের ছায়ায়
কোন দেবদাস না হারায় তার
প্রেয়সী পার্বতী কে
সুধীজন ,
তোমরা পার্বতী আর দেবদাস-এর
দেখা পেলে বিরহ বিচ্ছেদের
শান্তনা , কদম ফুল নয় —
দিও মিলন বৈচী মালা ,
গলায় পরিয়ে
রাঙিয়ে দিও ফুলসজ্জ্যা
বকুল ও সাজে ।।