পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
পীরগঞ্জের জাবরহাট হেমচন্দ্র দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি যুবলীগ নেতা গিয়াস উদ্দিন ও প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ মালাকারের বিরুদ্ধে ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১০৭ জন এলাকাবাসীর স্বাক্ষরিত একটি গণআবেদন জমা দিয়েছেন। জানা যায়, উপজেলার জাবরহাট হেমচন্দ্র দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি যুবলীগ নেতা গিয়াস উদ্দিন ও প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ মালাকার বিদ্যালয়ের কমন রুম ও গ্যারেজ নির্মাণের নামে প্রকল্প তৈরি করে সরকারি বরাদ্দের ৩ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ বিক্রির ৩ লাখ টাকাসহ বিদ্যালয়ের জমি লিজ ও দোকানঘর ভাড়ার জমানো প্রায় ২০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এছাড়াও তাদের বিরুদ্ধে বিদ্যালয়ে ৫টি শূন্য পদ পূরণে ল্যাব অ্যাসিসটেন্ট, আয়া ও পরিচ্ছন্নতাকর্মী এবং পিয়ন পদে জনবল নিয়োগের ক্ষেত্রে আত্মীয়করণ করে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ মালাকারের মতামত জানতে বুধবার দুপুরে তার মোবাইল ফোনে কয়েকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিন বলেন, আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।