পশ্চিমবঙ্গ সংবাদদাতা:
গত ৬ই অক্টোবর ২০২৪ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মেমারি বিডিও অফিস সংলগ্ন পঞ্চায়েত সমিতির অডিটোরিয়াম হলে (শীতাতপ নিয়ন্ত্রিত) পূর্ব বর্ধমান সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে এক বিশাল কবিতা উৎসব ও আন্তর্জাতিক সুসমন্বয় পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রায় ৯৫ জন কবি অংশগ্রহণ করেছেন। স্বরচিত কবিতা পাঠ বাচিক শিল্পীদের আবৃত্তি গান নাচ এর মাধ্যমে মুখরিত হয়ে উঠেছিল দিনটি অনুষ্ঠানের শুরুতে সবুজায়নের বার্তা দিতে চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার বকুল বৈরাগী, কবি সংগঠক ড চন্দ্রাবলী মুখোপাধ্যায় কবি সম্পাদক তীর্থঙ্কর সুমিত, সুশান্ত পারুই বনমালী নন্দী উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন বিভাগের নিত্যানন্দ ব্যানার্জি এবং মেমারি এক নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন দ্যা মিশন এনজিওর ফাউন্ডার মাধব ঘোষ এবং বিশিষ্ট কবি শম্পা দে। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কবি সুভাশিস হালদার (বেনু)। পূবসাম এর পক্ষ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয় বিশিষ্ট সাহিত্যিক নাট্যকার অমিয় মুখোপাধ্যায় কে এবং লাইট অফ হোপ অ্যাওয়ার্ড প্রদান করা হয় কবি সম্পাদিকা মিঠু বন্দ্যোপাধ্যায় কে। মঞ্চে খুদে পড়াদের নৃত্যানুষ্ঠান ছিল খুবই আকর্ষণীয়। পূব সামনে সভাপতি শুভাশিস মল্লিক রচিত এবং নির্দেশিত হাসির শ্রুতি নাটক সংসার সরগরম পরিবেশন করেন পুবসামের সদস্য বাদল মান্ডি শুভাশিস মল্লিক এবং সদস্যা মৌসুমী ভান্ডারী চন্দ্রানি লাহারায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুরমান আলী মল্লিক এবং সঙ্গীতা চৌধুরী।