সুজন মাহামুদ:
২৮ ডিসেম্বর'২৪ রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকার সময় রাথুরা খেলার মাঠে রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মো: আক্কাস আলীর সভাপতিত্বে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ পলাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাটা কোম্পানি লিমিটেড এর ভ্যাট ও ট্যাক্স ম্যানেজার মো: দেলোয়ার হোসেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক ও নাগরপুর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে আগত অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
প্রথমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চমৎকার সাংস্কৃতিক পর্ব পরিবেশিত হয়।
এরপর নাগরপুরের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূর্য আইডিয়াল স্কুলের মেধাবী শিক্ষার্থী নাফিসা মোস্তফা জান্নাবি ও তার দল অতিথি শিল্পী হিসেবে উক্ত মঞ্চে বেশ কয়েকটি চমৎকার নৃত্য পরিবেশন করে যা উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।
সাংস্কৃতিক পর্ব শেষে প্লে হতে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের বাৎসরিক মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয় এবং যারা মেধাতালিকায় প্রথম স্থান হতে পঞ্চম স্থান পর্যন্ত অধিকারী হয়েছে তারা উপস্থিত সম্মানিত অতিথিদের নিকট হতে তাদের ফলাফল কার্ড সংগ্রহ করেন।
পরবর্তীতে আবারো মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়।