রোজিনা খাতুন
———————————-
আজ আমার বিবাহীত জীবনের নয়টা বছর পূর্ণ হলো, তাই একটুখানি স্মৃতিচারণ।
————————————
ওগো আমার প্রাণের চেয়ে প্রিয় স্বামী আমি জানিনা কোন উপমায় তোমাকে বোঝাবো,
প্রিয়তম আমি জানিনা রংধনুর সাত রঙের কোন রঙ দিয়ে তোমাকে রাঙাবো।
জানিনা ফুলের বাগানের কোন ফুল দিয়ে আমার জীবনে বেঁধে তোমাকে সাজাবো,
তোমার উপমা দিয়ে আমি শেষ করতে পারবোনা প্রিয়তম শুধু বুকে মুখ লুকাবো।
এইতো সেদিনের কথা ২৭-১২-২০১০ইং হলো ফোনের মাঝে আমাদের প্রথম পরিচয়,
২২-০৮-২০১৪ইং তারিখে পারিবারিক ভাবে হলো দুজনের আংটি বিনিময়।
দুই পরিবারের ভুল বোঝাবুঝির কারনে ১৮-১০-২০১৪ইং তারিখে বিয়েটা ভেঙে যায়,
অনেক ঝড়ের পর দুই পরিবারের অজান্তে ২৬-০৯-২০১৫ইং দুজনের ভালবাসার শুভ পরিণয়।
শহরের এককোণে দুজনের নতুন সংসার শুরু হয় দুই পরিবারের বাইরে,
তোমার একটা কথাতে চাকরি পড়াশোনা সব কিছু বাদ দিয়ে মন দি সংসারে।
শ্বশুর শাশুড়ি ভালবেসে ১০-০১-২০১৮ইং তারিখে বাসা ছেড়ে গ্রামে নিয়ে আসে বাড়িতে
তুমি তো নিজের ব্যবসা সামলাতে বেশির ভাগ ঢাকা থাকো
মাঝে মধ্যে আসো বেড়াতে।
সুখে দুঃখে অভাব অনটনে চলতে থাকে সংসার জীবন দুজনেই অসুস্থ হলাম
সময়ের স্রোতে সুন্দর ব্যবসাটাও আস্তে আস্তে ভেসে গেলো অনেক ঋণ কাধে নিলাম।
হাসি খুশির সংসারের সুখেরা বাসা বাঁধে মিলেমিশে চলে সুখের জীবন
সুখের জীবনে একটা সন্তানের অপূর্নতা ভিড় করে বিরহে কাতর মায়ার ভূবণ।
সংসার জীবন নয়টা বছর হলো যে পার বুঝিনি আমি কোনকিছু
তোমার ভালবাসা আমার সাথে সারাক্ষণ থাকে আমি আছি তোমার পিছু।
প্রিয়তম স্বামী কখনও ভুল বুঝে ছেড়ে যেওনা আমাকে,
ছেড়ে গেলে হারাবে বিশ্বাস অনেক ভালবাসি তোমাকে।