০১- রাসূল আমার
রাসূল আমার জোসনানদীর তীর
দো-জাহানে শান্তি-সুখের নীড়।
রাসূল আমার জ্ঞানসাগরের জল
সে জল পানে আনন্দে উচ্ছল।
রাসূল আমার হেরার রশ্মি-নূর
সে নূরেতে আঁধার হলো দূর।
রাসূল আমার আলোর ডানা ভর
আলোর ডানায় চড়ে নারী-নর।
রাসূল আমার ধৈর্য্যপ্রাচির তাই
দিছেন শুধু কিছুই নেন নাই।
রাসূল আমার সত্য সুন্দর খুব
কোরান পাকের জীবন্ত সে রূপ।
রাসূল আমার সুবাসমাখা ফুল
স্নেহাশিস মিষ্টি কথার মূল।
রাসূল আমার অমূল্য ধন যাঁর
মুখের বাণী মিষ্টি চমৎকার।
---------------------------------------
-০২ উপচে পরা ঢেউ-
একমুঠো রোদ দে না সূরুজ
একটি ছড়া লিখি
জোসনানদীর উপচে পরা
ঢেউয়ের ঝিকিমিকি।
বায়ুর পালক ছড়িয়ে দাও
থাকুক স্বপ্ন দুলতে
মেঘপরীদের ডানায় চড়ে
তারাফুলটি তুলতে
ও গোধূলি কই গো তুমি
ডাকছি তোমায় বিশ্বে
দূর পাহাড়ের চূড়া ভেদে
উঁকি মারার দৃশ্যে?
শৈল- গিরি কাঁদছো কেনো?
তুমি সবুজ স্বর্ণা
কাঁদছি কোথা! কাঁদছি নাতো
স্বচ্ছ পানি ঝর্ণা
ময়না,টিয়া, পিক পাপিয়া
সুর লহরি চাই যে
তালে তালে অন্তরালে
ছন্দ খুঁজে পাই যে।
ষড়ঋতুর ছয়টি হাতে
আগলে রাখছি দেশটা
ঋতুর মতো সবার তরে
দেবো আমার বেশটা।
-----------------------------