স্টাফ রিপোর্টার:
সারাদেশের বিভিন্ন জেলার মতো ফেনী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কর্তৃক ১০ম গ্রেড দাবিতে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ৩ অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩০ ঘটিকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান বক্তা বলেন শেখ মো. গিয়াসউদ্দিন প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড নিছক কোনো দাবি নয়, এটা ন্যায্য অধিকার। প্রাথমিকের সহকারী শিক্ষকদের নিয়োগের জন্য যোগ্যতা, স্নাতক সমমান (২য় বিভাগ) বেতন গ্রেড ১৩তম। পাশাপাশি হাইস্কুলের সহকারী শিক্ষকদের নিয়োগের যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড ১০ম। পুলিশের উপপরিদর্শকের নিয়োগের যোগ্যতা স্নাতক বা সমমান, বেতন গ্রেড ১০ম। হাসপাতালের নার্সদের নিয়োগের যোগ্যতা বিএসসি ইন নার্সিং, বেতন গ্রেড ১০ম। উপসহকারী কৃষি কর্মকর্তার নিয়োগের যোগ্যতা ৪ বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা, বেতন গ্রেড ১০ম। ইউনিয়ন পরিষদ সচিবের নিয়োগের যোগ্যতা স্নাতক, বেতন গ্রেড ১০ম, যেহেতু বর্তমান সময়ে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ যোগ্যতা স্নাতক, সেক্ষেত্রে প্রাথমিক সহকারী শিক্ষকদেরও ১০ম গ্রেড দাবি বাস্তবাযন করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্তরে স্নাতক-স্নাতকোত্তর শিক্ষকদের ১৩তম গ্রেডে তৃতীয় শ্রেণির মর্যাদায় রেখে দেওয়া হয়েছে। চরম একটা গ্রেড-বৈষম্যের শিকার হয়ে আছেন প্রাথমিক সহকারী শিক্ষকেরা। বর্তমান সরকার যেন প্রাথমিক শিক্ষকদের প্রাণের দাবি ১০ম গ্রেড অতিশীঘ্রই বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফেনী সদর উপজেলা থেকে ফেরদৌস আরা, মো. শাহজাহান, মো. লোকমান, তৌহিদুল ইসলাম, আশেক এলাহী, কাজী ওয়াজী উল্লাহ, সোনাগাজী উপজেলা থেকে শহীদুল্লাহ, জিএম নাজমুল হাসান, শাখাওয়াত হোসেন, আবদুল্লাহ আল নোমান, ফুলগাজী উপজেলা থেকে রফিকুল ইসলাম ভূঁঞা, মো. আবু মুছা মজুমদার, দাগনভূঁঞা উপজেলা থেকে আশিস দত্ত, জিয়াউল হক, জাহাঙ্গীর আলম, মাজেদুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা থেকে মানিক চন্দ্র শীল, জাকির হোসেন, পরশুরাম উপজেলা থেকে মমতা আফরিন, নাজমুল কবির রাজিব ও জহির উদ্দিন টিপু। অনুষ্ঠান সঞ্চালচনায় কিশোর চক্রবর্তী এবং সভাপতিত্ব করেন মো. শরীয়ত উল্লাহ্। মানববন্ধনে প্রায় উপজেলার বিভিন্ন স্কুলের পাঁচশতাধিক সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের হাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলার শিক্ষক নেতৃবৃন্দ।