বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় পুকুর থেকে সবুজ নামক এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজ স্থানীয় মাধনগর হাইস্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী। বিকেল চার’টায় কাস্ট নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়ন মাধনগর গ্রামের আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে নিহত ইয়ামিন ইসলাম সবুজ ১৬।
স্থানীয়দের ভাষ্য, পার্শ্ববর্তী কাস্টো নাংলা গ্রামের আকরাম হোসেনের নমব শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে সবুজের প্রেমের সম্পর্ক ছিল।
কাস্ট নাংলা গ্রামের ইব্রাহিম হোসেন বলেন, এর পূর্বে সবুজ কে মেরে আহত করে আকরাম ও তার লোকজন। মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে।
সবুজের শিক্ষক হুরমতুল্লা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
সবুজের পিতা-মাতা ছেলের হত্যাকারীদের ফাঁশি দাবী করেন। তাঁরা কান্নাজড়িত কন্ঠে বলেন, রাত নয়’টার দিকে মোবাইল ফোনে সবুজকে ডেকে নেয়। তারপর থেকে নিখোঁজ ছিল সবুজ।
অভিযুক্ত আকরাম হোসেন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
খুনের ঘটনা ঘটে কাস্ট নাংলা গ্রামে আকরামের শ্বশুর বাড়ি সামনে। স্থানীয় সূত্র জানায়, চার থেকে পাঁচজন খুনের সাথে জড়িত থাকতে পারে। পুকুর পাড়ে একটি লোহার রড় ও চিকন চেন দেখতে পাওয়া গেছে। নিহতের মুখের ডান দিকে জখমের চিহ্ন রয়েছে । নিহত সবুজের পিতা আবাদুর রাজ্জাক ও মা বার বার মূর্ছা যাচ্ছিলেন।
নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
বাগমারা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ এই প্রতিবেদককে জানান, ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। তবে স্থানীয়দের কাছে শুনে এটি হত্যাকান্ড বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।