এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের আলোচিত শহীদ আবু সাঈদকে স্বরণীয় করে রাখতে” শহীদ আবু সাঈদ পাঠাগার’ নামে একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বাগেরহাটের মোরেলগঞ্জের ৯নং বলইবুনিয়া ইউনিয়ন এর শ্রেনিখালী মুন্সির হাটে এ পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জমায়েত ইসলামী নেতা অধ্যাপক শহিদুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল ইসলাম, অধ্যক্ষ ড. মাওলানা রুহুল আমীন খান,উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসাইন, জামায়েত ইসলামী উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান,খ ম লুৎফর রহমান,প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খান,
বিশিষ্ট সমাজসেবক মোঃ নাসির উদ্দিনসহ স্থানীয় সুধীজন এসময় উপস্থিতিতিদের উদ্দেশ্য বলেন,
পাঠাগারের বই পড়ে মানুষ জ্ঞান অর্জন করে এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। আমাদের খেয়াল রাখতে হবে শুধু পাঠাগার স্থাপন করলে হবে না সেটিকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এসময় উপস্থিতিতিদের নিয়ে হাই স্কুল মাদ্রাসা চায়ের দফা দাবি আদায়ের জন্য মানববন্ধনে আসা সড়ক দুর্ঘটনায় নিহত রাসেল মজিব স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম মাওলানা মোঃ আল আমিন খান এর রুহের মাগফেরাত কামনা এবং
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে যেসব সাধারণ ছাত্র-জনতা শহীদ হয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং যারা আন্দোলনে আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।