এম.কে.জাকির হোসাইন বিপ্লবী::
হে প্রিয়তমা,
জানিনা তুমি কেমন আছো, আমি ভালো নেই। তোমার চলে যাওয়ার পর থেকে প্রতিটা দিন আমার কাছে এক বিষন্নতার কালো ছায়ায় পরিণত হয়েছে। আমি তোমার চোখের ভাষা বোঝার চেষ্টা করেছি, এবং বুঝতে সক্ষম হয়েছি। কিন্তু তোমাকে আমার মুখের ভাষা বোঝাতে ব্যর্থ হয়েছি। আজ তুমি অনেক সুখে আছো, নতুন করে সুখের স্বপ্ন নিয়ে অন্যজনের সাথে বাসর সাজিয়েছো। আর আমি তোমার দেওয়া বিরহ নিয়ে প্রতিদিন চোখের জলের সাথে বাসর করছি। একটু চিন্তা করে দেখো, ভালোবাসা কি অদ্ভুত শব্দ। মাত্র দুটি বছর আগে, তোমার আমার সম্পর্ক এতটাই স্মৃতির সৃষ্টি করেছে, যা কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। আর আজ কত ব্যবধান, তোমার আমার সম্পর্কের মাঝে সৃষ্টি হয়েছে বিচ্ছেদের দেয়াল। বিষয়গুলো চিন্তা করলে, ভালোবাসা কি নির্মম, বর্বর তা প্রকাশ করার মতো ভাষা খুজে পাইনা। আমি জানি, আমার জন্য তোমার মনে কোন জায়গা নেই। তবে তুমি শুনে রাখো,আমি তোমার ছিলাম আজও তোমার আছি। তুমি যদি সুখী হতে পারো, আমার তাতে কোনো দুঃখ নেই। তোমার সুখের খবর শুনে, আমি না হয় চোখের অশ্রুর সাথে সুখ অনুভব করার চেষ্টা করলাম।
তবে তুমি জেনে রেখো,আমি যতই কষ্টে থাকি না কেনো, তোমাকে কখনও অভিশাপ দেবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সুখ চেয়েছি, হয়তোবা তুমি আমার কাছে সুখী ছিলে না। আর সেজন্যই তোমার আমার সম্পর্কের ফাটল সৃষ্টি হয়েছে। কালবৈশাখীর ঝড়ের মতো ভেঙ্গে গেছে হৃদয়, তবুও দোয়া করি যেখানেই আছো, তুমি সুখে থাকো। জানিনা এই চিঠি তুমি পাবে কিনা, তবে তোমার কাছে একটি অনুরোধ, যদি এই চিঠি তুমি দেখতে পাও তাহলে একবার এসে আমাকে দেখে যেও। দেখে যেও আমার সুখের জীবনটাকে কিভাবে দুঃখ দিয়ে সাজিয়েছি। আমি তোমার অপেক্ষায় আছি।