মোঃশুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিজানে ভারতীয় চোরাই মালামাল সহ ২ (দুই) ব্যবসায়ীকে আটক করেছেন বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
৩১ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার এসআই (নিরস্ত্র)নবী হোসেন ও রুবেল মিয়া এর সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশ্বম্ভরপুর থানাধীন ৩নং ধনপুর ইউনিয়ন অন্তর্গত হালাবাদী আনন্দ বাজারের দক্ষিণে (কোরেরপাড়) সাকিনস্থ জনৈক আবু ছায়েদ,পিতা-মৃত কালা মিয়া এর বাড়ির পিছনে (উত্তর দিকে) আনন্দ বাজার থেকে বিন্নাকুলি বাজার যাওয়ার পাকা রাস্তার উপর হইতে একটি সিএনজি চালিত (অটোরিক্সা) সহ ০২(দুই) জন ব্যক্তিকে ০৬টি কাগজের কার্টনের ভিতরের রক্ষিত মোট ৮০ বক্স ভারতীয় Kitkat চকলেট অবৈধ মালামালে আটক করেন বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন
১.মোঃ মাহবুব মিয়া, পিতা-মোঃ আব্দুল মোতালিব। ২.মো:জহির মিয়া, পিতা-লায়েছ মিয়া ,উভয় সাং- চেংবিল, থানা- বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাই মালামাল সহ ২ ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়ছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।