লেখিকা: প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত
খারাপ মানুষের প্রতি...
আশাকরি আপনি ভালো আছেন। তবে আপনার করনীয় কাজগুলো খারাপ,যা মানুষকে দুঃখ দেয়,ক্ষতি করে,সময় নষ্ট করায়,মানুষের প্রাণ কেড়ে নেয়।আর যে খারাপ কাজ করে তিনি কখনও ভালো হতে পারেননা। নিজের জীবনকে শ্রেষ্ঠ করার ভালো দিক হোলো জীবনে ভালো কাজ করা।যা আপনার নাম প্রফুল্ল করবে।তার সাথে আরও কিছু মানুষকে জাগরিত ও উৎসাহিত করবে ভালো কাজ ও ভালো পথ অনুসরণ করার জন্য।
কিন্তু আপনি যে খারাপ কাজগুলো করছেন তাতে সমাজের ক্ষতি হচ্ছে।তারসাথে আপনার জীবনকেও কলুষিত করছে।আপনি এমন কিছু কাজ করবেন না যা আপনার জীবনকে নরক করে, জনসাধারণ আপনার মতো মানুষকে চায়না,আপনাকে থুতু দেয়।
সমাজের সর্বস্তরে ভালো মানুষকে চায়।ভালো মানুষই পারে ভালো একটা সমাজ গড়তে।ভালোর নিপুণতা রাখতে।
তাই আমি আপনার কাছে আশা রাখি আপনি এখনি আপনার এই খারাপ মনোভাব ত্যাগ করবেন এবং সাথে ভালো মনোভাব গ্রহণ করবেন।যা সমাজকে আলোকিত করবে।শত্রু নয়,বরং বন্ধু হয়ে সহোযোগিতা করতে হবে।
যেকোনো সময়ই নিজেকে পরিবর্তন করা যায়।
পরিবর্তনের জন্য স্থান,কাল এবং পাত্রের প্রয়োজন হয়না।
আমি এই ভেবে আমার চিঠি শেষ করছি যে এই চিঠি পাওয়া মাত্রই আপনি নিজেকে সংশোধন করবেন।
আলোর দিশারী হয়ে আলো ছড়াবেন।যাতে আপনি পৃথিবীর মায়া ত্যাগ করলেও, পৃথিবীবাসী আপনার জন্য কান্না করবে।
ইতি-
প্রিয়াংকা নিয়োগী,
সাহিত্যিক, পশ্চিমবঙ্গ সেক্রেটারি মাদার তেরেসা ফাউন্ডেশন,ভারত।