সুজন কুমার রায়’
কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট।
অন্তর দহনে হৃদয় পুরে আজ বিষাদও ভারে ক্লান্ত ক্ষণ মন,
হাসির আড়ালে কষ্ট লুকাই দুঃখে গড়া এ জীবন।
নিদ্রাহীনতায় রাত্রি কাটে স্বপ্ন গুলো যেন আধারে মিলায়,
যন্ত্রণার আঘাত বুকের ভিতর ব্যথায় ব্যথিত হয়েছে হৃদয়।
নিভৃতে নিশিদিন কেটে যায় প্রণয়ের অন্তরায়,
আশাহত প্রাণে জাগে ভালোবাসার অভিপ্রায়।
রাত্রি নিঝুম হলে পরে স্বপ্ন গুলো আঁখিপাতে আসে বারে বারে,
দুঃখের হতাশায় স্বপ্ন গুলো হয়না পূরণ অন্তর দহনে হৃদয় পুরে।
ব্যর্থতার চির চিহ্নাঙ্কিত হয়েছে আজ বিবর্ণ মৃত্যু আঁখিপাতে,
নিস্পন্দিত যুগ্ম আখি ভ্রূতলে নীরবে ভিচ্ছে অশ্রু স্রোতে।
বেদনার বিবর্ণ আত্মগ্লানিতে জীবনের মহিমা হয়েছে ধূলিময়,
বিস্ত্রীর্ণ আলোককিরণে ভীত প্রাণ আজ বিষণ্ণতা ছুঁয়েছে আমায়।