মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচংয়ে কমতে শুরু করেছে বন্যায় পানি।
ইতোমধ্যে অনেক বাসা-বাড়ি ও সড়ক থেকে বন্যায় পানি নেমে গেছে। বন্যায় পানি কমে যাওয়ায় অনেক লোকজন তাদের বাড়ি ঘর ফিরতে শুরু করেছে। তবে বন্যায় পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে সড়ক,বাড়ি ঘরসহ নানা স্থাপনার ক্ষত চিহ্ন। এছাড়াও বাড়ি ঘরের সমানে লেগে আছে কাঁদাসহ ময়লা আবর্জনা।
উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে পানি কমেছে। পানি কমে বাড়িঘর ভেসে উঠায় দেখা যায় বাড়ির উঠানে এবং ঘরের মধ্যে কাঁদা মাটিতে ভরা। ঘরে বসবাস এর উপযোগী করতে আরো কয়েক দিন সময় লাগবে।
মোশারফ বলেন, ঘর থেকে পানি নেমে গেলেও ঘরে এবং উঠানে কাদামাটি ভরা, বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় এখনো হাঁটু পানি। ঘর মেরামত করে পরিবার নিয়ে উঠতে আরো কিছুদিন সময় লাগবে।
কামাল হোসেন বলেন, বাড়ি থেকে বন্যার পানি চলে গেলেও বাড়ির চারিদিকে এখনো অথৈ পানি। রাস্তাঘাট সব পানিতে, তাই পরিবারের লোকজন বাড়িতে আসতে আরো কয়েকদিন সময় লাগবে।