মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
সম্প্রতি ঘটে যাওয়া ইতিহাসের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে কুমিল্লার বুড়িচংয়ের নানান এলাকা। এই বন্যার প্রভাব এত বেশি ছিল যে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। বুড়িচংবাসীর জানা নেই কত দিনে এই ক্ষতি পূরণ করতে পারবে। এই বন্যার প্লাবন এর প্রেক্ষাপট যদি খুজা হয় প্রথমে উল্লেখ করা হয় ভারত থেকে ছুটে আসা প্লাবিত পানি। এছাড়া আরোও কারণ গুলো যদি বিশ্লেষণ করা হয় তাহলে আমাদের বুড়িচং বাজারের অংশের ক্ষতির জন্য এই খালের ভরাটকৃত ময়লাই দায়ী, না হয় এই খালটি যদি ফ্রি থাকতো তাহলে প্রবাহিত পানি দ্রুত সরে যেত এতটা ক্ষতির সম্মুখীন হতো না । কোথায় হতে আসে এত এত ময়লা আবর্জনা। এর কারণ হচ্ছে বুড়িচং বাজারের আশে পাশে বাসা বাড়ি ও বাজারের দোকানের ময়লার আবর্জনা ছিলো এই খাল ধ্বংস করার অন্যতম কারণ ল। তাই ক্ষতিগ্রস্ত খালকে পুন:দ্ধার করার জন্য তাৎক্ষণিক নিজ অর্থায়নের হাত বাড়িয়ে দিয়েছেন ক্যান্টনমেন্ট বোর্ডের প্রথম শ্রেণির ঠিকাদার ও কফি হাউজ এন্ড সুইট বেকারীর সত্ত্বাধিকারী এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সোহেল আহম্মদ। তিনি ড্রেকু দিয়ে পরিস্কার কাজ চালিয়ে যাচ্ছেন। ওনার এই উদ্যোগ কে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।
ভাইরে মতো সবাই সচেতন হলে এই খালটির সৌন্দর্য যেমন ফিরে আসবে পাশাপাশি বন্যা সহ নানান পানিবাহিত দুর্যোগ এমন কি দুরবর্তী এলাকার সাথে জনযোগাযোগ সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।