এস,এম,জাহিদুল ইসলাম
ছেলেদের মন খারাপ হয় মূলত তিন কারণে!
প্রথমত:-তার পকেটে যখন টাকা থাকে না।
দ্বিতীয়ত:-তার বাবা -মা যখন খুব অসুস্থ থাকে।
এবং তৃতীয়ত:-তার ভালোবাসার মানুষ যখন জীবন থেকে হারিয়ে যায়।
আজ আমার মন খারাপ, ভীষণ রকমের খারাপ,আমার আর মায়ার গল্পের শেষ মাথায় আমরা।
মানুষ যে মানুষটাকে নিয়ে মন খুলে হাসতে চায়, প্রাণ ভরে বাঁচতে চায়,জীবনের কোনো অংশে এসে, সে মানুষটাই মন খারাপের কারণ হয়। অথচ,আমাদের হাসি খুশি অতল মাখা একটা গল্প ছিলো। প্রচন্ড প্রাণ শক্তি নিয়ে, একটা জীবনে একসাথে কাটিয়ে দেওয়ার কথা ছিলো।
সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, তোমাকে যখন দেখি, তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। আমি ভালো নেই প্রিয়তমা, এই না দেখে থাকাটা অনেক কষ্টের। তোমারও কি খারাপ লাগছে। তুমি বলেছো আমার ভালোবাসা বদলে গেছে। আমিই বদলে গিয়েছি। আসলে কি তাই, তাহলে আমার কেনো খারাপ লাগছে। কেনো চোখ ভিজে আসছে। ভালোবাসা বদলায় না, নিয়ম সময়ের সাথে পরিবর্তন হয়। হাই স্কুল জীবনে আমাদের ভালোবাসা ছিলো। প্রাইভেটে দুজনের সাথে দুজনের দেখা। পড়ার ফাঁকে ফাঁকে একসাথে চোখে চোখ রাখা, রাত জেগে কথা বলা। ওই সময় এইটাই ছিলো ভালোবাসা। এরপর শেষ দিকে এসে ভালোবাসার রূপ বদলে দাড়িয়েছে দু'জন দু'জনাকে না দেখে থাকা। চাকরির জন্য কি না করছি, চাকরিটা হয়নি আমার। কাছে টাকাও ছিলো না। টাকা সবকিছু না হলেও জীবনের সবচেয়ে প্রয়োজনী বিষয় এটি। অনেক স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে। একটা সময় আমাদের বিয়ে হবে, সংসার হবে, বাচ্চা হবে, তখন ভালোবাসা হয়ে যাবে বাচ্চাটাকে বড়ো করা। এরকম চলতে চলতে একটা সময় ভালোবাসা হয়ে দাড়াবে হাসপাতালের জীবনের শেষ সময়। একজন আরেক জনের পাশে থাকার। গল্পটা আমাদেরই থাকবে, ভালোবাসা শুধু রূপ বদলাবে,কিন্তু ভালোবাসার মানুষটা বদলাবে না। ঘুরে ফিরে সবকিছু আমাদের, ভালোবাসাটা শুধু তোমার জন্যই থাকবে। কিন্তু না তুমি বদলে গেছো। আমাকে পর করে চলে গেলে দূরে। এ জীবনে হয়তো বা পারবোনা যেতে তোমায় ভুলে।
উৎসর্গ:- ভালোবাসার মানুষ।