মোঃ নাঈমুর রহমান, ভোলা থেকে:
ভোলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজ অডিটরিয়ামে শনিবার শেষ হয়েছে কলেজ বিতর্ক উৎসব। চূড়ান্তপর্বে ‘সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি আজ তরুণ প্রজন্মের এক মাত্র সমস্যা, শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে একাদশ শ্রেণির বিপক্ষ ‘খ’ দল। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন, বিপক্ষ দলের দলনেতা হাবিবা খানম। বিচারকের দায়িত্ব পালন করেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গফুর, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফিল ও আয়োজক বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।করা হয়। মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক অমিতাভ রায় অপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। প্রতিযোগিতায় ২৪ জন শিক্ষার্থীর দল অংশ নেয়। চূড়ান্তপর্বে বিজয়ী চ্যাম্পিয়ন বিপক্ষ দলে ছিলেন একাদশ শ্রেণির মানবিক বিভাগের সায়মা আক্তার ঐশি, একই বিভাগের ফাইজা মাইশা, হাবিবা খানম ও বিজ্ঞান বিভাগের সাবিহা আক্তার ঐশি। ওই দলের সহায়ক ছিলেন বিজ্ঞান বিভাগের মো. ইয়ামিন, মো. জোনায়েদ, মো. সাখাওয়াত হোসেন ও মানবিক বিভাগের মো. আকাশ। অপর দিকে রানার্সআপ পক্ষ দলে ছিলেন বিজ্ঞান বিভাগের মিথিলা আক্তার, মারিয়া ইসলাম, মুনতাহিনা জাহান মাহা, মৌমিতা আফরিন জারা।
সহায়ক টিমে ছিলেন, কৃপা রায়, আশরাফুল ইসলাম, মো. ফাহিম, হাবিবা বেগম। এ ছাড়া প্রথমপর্বে দুটি টিমে অংশ নেয়, মানবিক বিভাগের ইশরাত জাহান সূচি, মো. পারভেজ, অফিফা খানম, নুসরাত জাহান ও বিজ্ঞান বিভাগের, জাকারিয়া আল মেহরাব, মো. লিমন, মো. জাহিদুল ইসলাম, মো. জিহাদুল ইসলাম, তাহমিনা আক্তার।