মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
পবিত্র রবিউল আউয়াল আরবি বছরের একটা তাৎপর্যময় মাস। এ মাসেই আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এ পৃথিবীতে আগমন করেন।
গতকাল ৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে হিজরি ১৪৪৬ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এতে সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের নবযোগদানকৃত পরিচালক মো: হাবেজ আহমেদ। সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন তিনি। এরপর সূর্য ডোবার মুহূর্তে কার্যালয়ের ছাদে গিয়ে সকলে মিলে চাঁদ দেখার চেষ্টা করেন। উপস্থিত সদস্যগণের ঐক্যমতের ভিত্তিতে তিনি বলেন, ময়মনসিংহের আকাশে আজ পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। বাংলাদেশের আকাশে অন্য কোথাও চাঁদ দেখা না গেলে আগামীকালও আরবি সফর মাস হিসেবে গণ্য হবে। যে ব্যক্তি নিশ্চিতভাবে চাঁদ দেখে, তার উচিৎ হবে প্রশাসনকে অবহিত করা। সভায় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধি, জেলা পুলিশ এর বিশেষ শাখার পরিদর্শক, আনন্দমোহন সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক, আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা, বড় মসজিদের ইমাম, জেলা ইমাম সমিতির প্রতিনিধি এবং আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।