সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

ময়মনসিংহে ৩ দিনের সফরে আগামীকাল আসছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার আগামীকাল ০৫ অক্টোবর শনিবার ময়মনসিংহ আসছেন।

ঢাকাস্থ বাসভবন হতে ময়মনসিংহের উদ্দেশ্যে সড়কপথে বিকেলে যাত্রা করে রাত ৮ টায় ময়মনসিংহ নিজ বাসভবনে অবস্থান করবেন।

তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিনগুলোর কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

সফরসূচির মধ্যে ০৬ অক্টোবর রবিবার বিকাল ৩ টায় ময়মনসিংহ সার্কিট হাউসে বিভাগের সরকারি দপ্তরসমূহের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠেয়
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর বিকাল ৪ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীসমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। একইদিন সন্ধ্যা ৬ টায় ময়মনসিংহ সার্কিট হাউসে ময়মনসিংহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। সন্ধ্যা ৭ টায় বিভাগের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র সমন্বয়কদের সাথে সার্কিট হাউসে মতবিনিময় করবেন।

কর্মসূচির অংশ হিসেবে ৭ অক্টোবর সোমবার উপদেষ্টা সকাল ১০টায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর কর্মকর্তাদের সাথে নেপ কার্যালয়ে মতবিনিময়, নেপ মিলনায়তনে সকাল ১০:৩০ মিনিটে নব-যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (নন-ক্যাডার) ওরিয়েন্টেশন প্রোগ্রামে সনদ বিতরণ এবং সকাল ১১টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ময়মনসিংহ বিভাগের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

উপদেষ্টা সফর শেষে ঐদিন রাত ৮ টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ময়মনসিংহ ত্যাগ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102