মোঃ ইজাজ আহামেদ
পশ্চিমবঙ্গ, ৩১ আগস্ট: এবার মুর্শিদাবাদের পরিচালক, নায়ক ও প্রযোজক নির্মিত সিনেমার ঢেউ আছড়ে পড়ল বাংলার সিনেমা জগতে। ৩০ শে আগস্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে দাউদ হোসেন পরিচালিত ও ফুলকি এন্টারটেইনমেন্ট প্রযোজিত 'তুই কি আমার' সিনেমা। এই সিনেমায় মুর্শিদাবাদ জেলার ছেলে বিশাল নায়কের ভূমিকায় অভিনয় করেছেন, এছাড়া মুর্শিদাবাদ জেলার বাসার সেখ, চিন্টু সেখ প্রমুখ অভিনয় করেছেন। অভিনয় করেছেন টলিউডের স্বনামধন্য অভিনেতা দেবা ব্যানার্জী, অভিক ভট্টাচার্য প্রমুখ।
শুভ মুক্তির প্রথম দিনেই কলকাতার বিভিন্ন সিনেমা হল সহ বহরমপুর মোহন হল ও মালদাতেও হাউসফুল ছিল। প্রথম দিনেই দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে বলে জানা গিয়েছে। প্রযোজক হিসেবে এস কে বাসারের এটি প্রথম সিনেমা এবং নায়ক বিসালেরও প্রথম সিনেমা। মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা পরিচালক দাউদ হোসেন আজ কাঁপাচ্ছে শহর কলকাতাকে। উল্লেখ্য মুর্শিদাবাদের সামশেরগঞ্জের একেবারেই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা দাউদ হোসেন জীবনের সঙ্গে অনেক সংগ্রাম করে বিগত কয়েক বছর ধরে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন! এর আগের সিনেমাগুলো তেমনভাবে সাড়া ফেলতে না পারলেও "তুই কে আমার" সিনেমায় এবার বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে।
কিন্তু কেন এই সাড়া? কেন সিনেমার রিলিজের প্রথম দিনেই উপচে পড়লো মানুষের ভিড়? এই সিনেমায় আছেটাই'বা কি? এসবকিছু জানতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে সিনেমা হলে। তবে দর্শকদের অভিমত এই সাড়ার পেছনে সিনেমার গল্প। তাদের অভিমত, এই প্রথম পরকীয়ার নেগেটিভ প্রভাব নিয়ে কোন সুপারহিট সিনেমা তারা পেয়েছে। এটি একটি সমাজ সচেতনতামূলক সিনেমা যা বর্তমান সমাজের অন্যতম ব্যাধি পরকীয়ার খারাপ প্রভাব সন্বন্ধে সমাজকে বার্তা দেবে।