০১- শূন্য হাতে আসা শূন্য হাতেই ফেরা
------------------------------
শূন্য হাতে পৃথিবীতে আসা,
শূন্য হাতেই ফেরা,এই শূন্য হাতেই
অনেক কিছু করা,অনেক কিছু রেখে যাওয়া,
শূন্যই প্রথম শূন্যই শেষ এইতো জীবন।
০২- মানুষ হওয়ার লাগবে
------------------------
আমি যদি কথা বলতে না পারি?
তাহলে বোবা হওয়াটাই ভালো ছিল।
মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ বল?
যদি না থাকে মনুষ্যত্ব!!
০৩- রাখা যায়
---------------
ভালোবাসা দিয়ে যারে
রাখা যায় না।
খাঁচায় বন্দি করে রেখে
কি লাভ হবে?
০৪- বাঁচার অধিকার
--------------------
বাঁচার অধিকার সবার আছে
পাগল কিংবা সাধারনই হোক।
বিবেকবান আর বিবেকহীন হোক
সবারই বাঁচার অধিকার আছে।
০৫- জীবন
--------------
সব মানুষের জীবনে
সব পূর্নতা পায় না।
সব মানুষেরি জীবনে
কিছু অপূর্ণতা রয়ে যায়।