০১- মনুষ্যত্ব হারিয়েছে টাকায়
-------------------------------
টাকা ও টাকা তুই সেরা
তোর জন্য সবাই পাগল!
টাকার পিছনে ছুটে মানুষ
ভুলে গেছে আজ মনুষ্যত্ব।
ধনী হওয়ার নেশায় পরে
ভুলে গেছে আজ সব।
সঠিক কেনটা বেঠিক কি
ভুলে গেছে আজ সবি।
গাড়ি বাড়ি করার নেশায়
নিচ্ছে পকেটে ভরে।
সৌখিন জীবন করার জন্য
মারছে গরিব মানুষকে।
চাকরির নামে ঘুসের রাজ্য
গড়ে তুলছো নিজে।
এক টাকার কাজ দশ টাকা
এভাবেই নিচ্ছো হাতিয়ে।
বিদেশে তোমার কারি কারি
টাকার অভাব নাই।
গরিবের টাকা মেরে দিয়ে
বিদেশ নিয়ে যাচ্ছে তাই।
টাকার অংক টাকাই মিলে
বাকি হিসেবে পড়ে।
বাবু সাব যখন ধরা পড়ে
বলে কিছু করি নাই নিজে।
০২- রক্ত লাল
---------------------------------
রক্ত লাল রক্ত লাল রক্ত লাল,
সকলের মুখে মুখরিত হয়ে ওঠে
কোঠা না মেধা?মেধা মেধা।
দেশে এবং বিদেশের মাটিতে
একই সাথে মুখরিত হয়ে উঠে,
স্লোগানে স্লোগানে,রাজ পথ আলোকিত
হয়ে উঠে মানুষের সমাগমে।
চালিয়েছো লাঠি শুঠা বন্ধুকের ঐ
গুলিতবুও দাবায় রাখতে পারনি!
আহা এ যেন সস্তা মানুষের জীবন
যেন ঠাস করে মাছি মারার মতন।
আতঙ্ক ভয়ের মধ্যে থাকতে হয়েছে,
দিন রাত নির্ঘুমে কেটেছে সবের,
আহত নিহত কত তবুও পথ হারায়নি,
আর্তনাদে ভরে উঠে ছিল মানুষের হ্রয়দ।
মা বাবার বুক হয়েছে কত খালি,
সাঈদ মুগ্ধের মত শহীদ হলো কত শত,
১৫ জুলাই হত্যা যজ্ঞে রক্তাক্ত ঢাবির মরণ
ভেসে উঠেছে ২৫ মার্চের গণহত্যার ধরন।
১৬ জুলাই কালরাতের মতন,
সেই আবারো রাজপথে গ্রামের শহরে,
সকল জায়গায় মানুষের সমাগম,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমাবেত।
কেপে উঠেছিল পুরো দেশ ও দেশের বাহিরে,
জনমনে জনকন্ঠে পুরোই বীরের বেশে সকলে,
কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে করেছে,
বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম।
আবারো রক্তে রঞ্জিত হলো রাজপথ,
এ জাতি যে হারবার নয়!
৩০ লক্ষ প্রাণের বিনিময়ে যে দেশটা,
স্বাধীনতা অর্জন করেছে এদেশের মানুষ।
তবে কেন আজ অন্যায় হয়ে যায়
যুদ্ধে গড়া দেশেতে,অধিকার চাইতে গিয়ে
আজ কেনো রাজাকার উপাধি।
আবারো হঠাৎ মধ্যে রাতে শোনা গোলো,
সকল ছাত্র ছাত্রীদের মুখে একই শব্দ।
তুমি কে?আমি কে?রাজাকার,রাজাকার।
কে বলেছে? কে বলেছে?স্বৈরাচার, স্বৈরাচার।
তুমি নই,আমি নই,রাজাকার,রাজাকার,
স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো দেশ,
শত ঝড় ঝাপটা বন্দুকের গুলি রুখে দিতে পারেনি।
নির্যাতন নিপীড়ন কারাবরণ,তবুও হাল ছেড়ে দেওনি।
ছাত্রজনতা ছুটে চলেছিল অভিরাম,
ছাত্রজনতার জীবনের উপর দিয়ে হইল বৈষমের সমাধান,রক্ত লাল রক্ত লাল রক্ত লাল,মেধাবীরা পেলো তাদের পূর্ণ অধিকার,ছাত্রজনতার ত্যাগের জন্য জাতি ধন্য।
বৈষম্য থেকে ছাত্র সমাজ পেলে অবসান,
সাঈদ মুগ্ধ সবে সেই বীর সন্তান যাকে সবাই ২০২৪ সালের কোটা বিরোধী শহীদের নামে করবে স্মরণ,
সাঈদের মত বীর সন্তান হোক প্রতিটি ঘরে।
কপালের ঐ লাল সবুজের পতাকার মান রেখেছো জীবনের বিনিময়ে,তোমরা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ তোমাদের পিতা-মাতা, শ্রেষ্ঠ হয়েছে জাতি,কোটার ঐ কোষাগাতে আটকা পড়া জাতি হল অবশেষে মুক্তি।