০১- চাঁদাবাজদের মুখোশ বদল
------------------------------------
হরেক রকম মুখোশ থাকে
চাঁদাবাজদের ব্যাগে,
দল বদলের সাথে সাথে
যখন যেটা লাগে ।
ডিগবাজিতে পাকা বটে
সময় সুযোগ বোঝে,
দলের ভিতর নিজের নামের
বুকিং সিট টা খোঁজে ।
চাঁদাবাজির কলাকৌশল
আগে থেকে জানা,
দলের নিশান মাথায় বাঁধা
কে করিবে মানা ।
হাটের চাঁদা ঘাটের চাঁদা
হরেক রকম চাঁদা,
চাঁদাবাজির কুটনীতিতে
তিনি সবার দাদা।
দলের ভিতর পদ-পদবী
টাকার জোরে আসে,
চাঁদাবাজরা এমন করে
বড় পদে বসে।
০২- ঐক্যের ডাক
-----------------------------------
আলেম সমাজ ঐক্য হবে
দ্বীন কায়েমের তরে,
লম্বা দাড়ি, খাটো দাড়ি
মাপা মাপি পরে।
আলিয়া না কওমি পড়ে
এ-সব ধুঁয়া তুলে,
ভাইয়ে ভাইয়ে বিবাদ করে
আসল কথা ভুলে।
গোল জামা না কানি ফাঁড়া
পরখ বারে বারে,
নিজের সাথে অমিল হলে
যাবেনা তার ধারে।
পাঁচকলি না লম্বা টুপি
ঝগড়া করে কোষে ,
নাস্তিক মুরতাদ একজোট হলে
থাকবেনা তো বসে।