০১- পাখি ফিরে নীড়ে
--------------------------
নীড়ে ফিরলে পাখি
বাচ্চারা খোলে আঁখি
করে কিচিরমিচির।
সন্ধ্যা ঘনিয়ে এলে
ছানারা ডানা মেলে
উঠে মুখে খাবার।
খাবার খেয়ে ছানাররা
ঢোকে ডানার ভিতরে
থাকে কুসুম গরমে।
বাবা মায়ের পরশে
ছানারা থাকে নিরবে
নীড় ছাড়ে ফজরে।
বাচ্চাদের খাদ্যের
বাচ্চাদের খাবার নিয়ে
পাখি ফিরে নীড়ে।
০২- শিশির ভেজা মেঠোপথে
--------------------------------
শিশির ভেজা মেঠোপথ
চলতে চাই একসাথে
হাতে হাত রেখে।
শিশির ভেজা দূর্বাঘাসে
হাটবো দুজন পাশে পাশে
সকালের সূর্য দেখে।
শিশির ভেজা পায়ে
তোমার দেখা পেয়ে
রোদ্দুর গায়ে মেখে।
তেপান্তরের মাঠ পেরিয়ে
খেতে যাবো বিয়ে
আছি মোরা সুখে।
--------------------------------------
জাকিরুল ইসলাম বেলআমলা,জয়পুরহাট, বাংলাদেশ।