(০১) “হৃদয়ে গা”
—————————————-
মা,তুমি বলছো আমায় ভালো মানুষ হতে।
কেমনে হবো ভালো মানুষ জনগণের চাপে!
আশেপাশের মানুষ গুলোর কানাকানি হয়ে।
তাদের আমি খাইনা কিছু,
তবুও মিথ্যা কয়ে।
কেমনে তাহা সয়ে
মা,কেমনে ভালো হয়ে।
ইচ্ছা ছিল হবো আমি।
সোনার বাংলা ছেলে।
তাদের কথা বাসছে কানে,
কেমনে দেই ফেলে।
মানুষ আমায় দেখলে বলে খারাপ ছেলে তুই।
গালিগালাজ করে বলে কিছু কৈ না মুই।
খাই পড়ি আর ঘুমাই আমি সত্যি কথা কই।
সত্যি তারা কয়ে না কেউ,মিথ্যা আমি হই।
কেমনে ভালো হই।
জগৎ গেছে পশুদের হয়ে,ওরে নর পিচাশের দল।ভালো মানুষ চিনোনা কেন একটু সবাই বল?
ইচ্ছে আছে হবো ভালো।কেমনে ভালো হই।
কথায় কথায় জগড়া বাদায়।
কেমনে তাহা সই।
(০২) “স্বপ্ন দান”
——————————
উদ্যোগতাই বড় শক্তি,উদ্যোগতাই ভল।
চলরে….চলরে… চল।
উদ্যোগতার থাকে বহু স্বপ্ন, আকাশেরই সমান।
পরিশ্রমে সফলতা পায়ে,বড়ই সম্মান।
স্বপ্ন দেখে,স্বপ্ন বুনে,সাহস রাখে মনে।
ইচ্চা থাকলে যাবে সেখানে,সফলতারই শনে।
ভালো মানুষ মিলে সবে একটি পরিবার।
যার নাম দিয়েছি সুসম্পর্ক,উদ্যোগতার সমাহার।
আমরা সবাই একটি পরিবার।