(০১) হারিয়ে যাব
কত শত ব্যথা আর জ্বালা, যন্ত্রণা
বুকে নিয়ে নীরবে,নিভৃতে বেঁচে আছি
জানেনি, বুঝেনি কেউ কোনো দিন
এ ব্যথা বলব কাকে? মন জানে না।
সব জ্বালা আর যন্ত্রণা, বুকে লুকিয়ে
একদিন ঘুমের রাজ্যে হারিয়ে যাব,
বলবো না আর কথা, বুঝবে যখন
কাঁদবে সবে, হারিয়ে ফেলার ব্যথায়।
কয়দিন কেঁদেই ভুলে যাবে আমায়
পরবো না কখনো আর কারো মনে,
সময়ে হারিয়ে যাব গল্পের পাতায়
মাঝে মাঝে চোখে ভাসবো অল্প।
হারিয়ে যাব তখন স্মৃতির পাতায়
থাকবো পড়ে, মনের অ্যালবামে।
ঐ মনে ব্যথা আর জ্বালা, যন্ত্রণা
জানতেই পারবে তা কেউ কখনো
মনের মাঝে পড়ে থাকবে সব কিছু,
হারিয়ে যাবে, হারিয়ে যাবার তরে।
(০২) রঙিন ভুবন
এই রঙিন মনে, রঙিন স্বপ্ন বুনে
বিলিয়ে দিয়েছি এই রঙিন ভুবনে।
স্বপ্ন গুলো রঙিন খাতার লিখে
ছড়িয়ে দিয়েছি ঐ রঙিন পৃথিবীতে।
স্বপ্ন ঘুড়ির রঙিন সুঁতোই বেঁধে
উড়িয়ে দিয়েছি ঐ রঙিন আকাশে
আমার হাজার রংয়ের রঙিন স্বপ্নটাকে।
সাদা,কালো আর ঐ নীল আকাশের
রংধনুর ঐ সাত রংয়ের রঙিন সাজে
সাজিয়ে দিয়েছি আমার হাজার স্বপ্নকে।
গহীন অন্ধকার নীল আকাশের বুকে
আজ যে স্বপ্নের প্রতিচ্ছবি আঁকি,
অন্ধকার শেষে ভোরের আলোর মাঝে
সেই স্বপ্নগুলো আজ বিলীন হতে দেখি।
তাইতো দুঃখের অন্ধকারে ডুবে না থেকে
আজ স্বপ্নগুলো পূর্ণ করবো নতুন আঙ্গিকে।