এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের গ্রামীণ রাস্তার চিত্র পাল্টে দিয়েছে বেসরকারী সংস্থা জাগরত যুব সংঘ (জেজেএস) অর্থায়ন করছে বিশ্ব খাদ্য সংস্থা (ডঋচ) । জানাগেছে, বহরবুনিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের রাস্তা এমনই দুরাবস্থা যেখানে চার চাকার গাড়ি তো দুরের কথা তিন চাকার ভ্যান রিক্সার ও ব্যাবস্থা নাই শুধু মটরসাইকেলই যাতায়েত ব্যাবস্থায় ব্যাবহার হয়ে থাকে ,কিছু কিছু এমন রাস্তা আছে বা ছিল যেখান দিয়ে মটরসাইকেল ও চলাচল করতে পারতো না,নদিতে একটু পানি বৃদ্ধি পেলে মানুয়ের বাড়ি ঘড়ে পানি ঢুকে যেত জমির ফসলাদি নস্ট হয়ে যেত, এমত অবস্থায় একটি বেসরকারী সংস্থা জাগরত যুব সংঘ (জেজেএস) কর্তৃক কিছু রাস্তা সংস্কারের ব্যাবস্থা করা হয়েছে এবং কিছু রাস্তা সংস্কার কাজ চলমান রয়েছে যার অর্থায়ন করছে বিশ্ব খাদ্য সংস্থা (ডঋচ) , যেখানে রাস্তা সংস্কার কাজে কাজ করছে উক্ত এলাকার ভুক্তভোগিরা তারা প্রতীদিন ৫০০ টাকা করে মাসে ১০ দিনে ৫০০০ টাকা পেয়ে বেকারত্ত দুর করছে এবং যারা ওই রাস্তা দিয়ে চলাফেরা করছে তারা উপকৃত হচ্ছে তাইতো এলাকা বাসি জেজেএস ও ডঋচ কে সাদুবাদ জানাচ্ছে।গ্রামীণ অর্থনীতিতেও এসেছে পরিবর্তন। কৃষক তার উৎপাদিত পণ্য সহজেই বাজারজাত করতে পারছেন। শহরের বাজারদরের সাথে গ্রামের বাজারদর এক হয়ে গেছে।
জাগরত যুব সংঘ (জেজেএস) শরিফুল ইসলাম বলেন, “গ্রামাঞ্চলে শুধু সড়ক নয়, জাগরত যুব সংঘ (জেজেএস,র প্রতিটা সেক্টর উন্নয়নের ধারা চলমান রয়েছে। জেজেএস বর্তমানে গতিশীল উন্নয়ন হচ্ছে। আশা করি বর্তমানে যে উন্নয়ন চলমান রয়েছে এতে গ্রামের চিত্র আরও পরিবর্তন হয়ে যাবে। গ্রামের মানুষ এখন আর কাদার মধ্য দিয়ে চলাচল করে না। কৃষকের ফসল তোলার জন্য মাঠের রাস্তাও কাদামুক্ত হেরিং করা হচ্ছে। এভাবে গ্রামীণ রাস্তা উন্নয়ন হলে আগামী কয়েক বছর পর গ্রামে কাঁচা রাস্তা খুঁজে পাওয়া যাবে না।”