০১-মা হারা মন
টাকা পয়সা কিছুই না,
সবই যেন বৃথা।
মনের মাঝে শান্তি আনে,
জন্ম ধারী মাতা।
পৃথিবীর মোহ মায়া সব গিয়েছে ভুলে,
মা হারিয়ে সন্তান আজ বিরহের কূলে।
আধুনিকতার সভ্যতা নিত্যান্তই তুচ্ছ ,
মনকে দখল করছে অন্ধকারের গুচ্ছ।
তুমি ছিলে ভালো ছিলাম, ছিল না তো কষ্ট,
তুমি গিয়ে হয়েছি বিরহে বিধ্বস্ত।
কোথায় যাবো? কি পাবো? কোথায় পাবো সুখ?
তোমার কথা মনে এলে ব্যথায় ভাঙে বুক।
০২- অমর থেকে যায় "মা"
মায়ের স্নেহে ছিলো যে সুখ,
আজ তাতে শুধু ফেলে আসা পথের দুখ।
মায়ার পরশে ছিলো শান্তি ভরা ঘর,
আজ সেই ঘরেই নীরব, নিঃশব্দতার।
মায়ের হাতের আদর মাখা চুল,
আজ তা স্মৃতির কাব্যে বোনা এক মুকুল।
মায়ের মুখের মিষ্টি হাসির রেশ,
মন খোঁজে আজও, কোথায় তার শেষ?
মা হারানো মন শুধু আকাশ পানে চায়,
তারা হয়ে মা কি আমার আশীর্বাদে রয়?
দিন যায়, রাত ফুরায়, সময় থামে না,
তবুও হৃদয়ে অমর থেকে যায় "মা"।