০১- বীর সন্তান
————————————-
বীর মাথার কিছু বীর সন্তান
যারা দেশের আন্দোলনে,
অধিকার আদায়ের জন্য
নির্ভয়ে দিয়ে গেলেন প্রাণ।
নতুন এক স্বাধীনতা
এনে দিলেন মোদের মাঝে
সগৌরবে তাদের সম্মান করে
চিরদিন রাখিবো তাদের মান।
তোমরা সবাই সারা বাংলাদেশের
বীর মাথার বীর সন্তান
ভালোবাসা সেই মা-বাবার প্রতি
যারা উদার মন ও মহত্বের সাথে
বলেছিলেন যাও বাবা যাও মাঠে
নেমে যাও অধিকার আদায়ের জন্য
স্বাধীন করেই ঘরে ফিরবে,
হয়তো বা কেউ ফিরতে পারেনি
কোন মায়ের বুক এখনো খালি।
তাদের জন্যই তো বলি মোরা
তারাই হলো বীর মাতার বীর সন্তান।
০২- আশ্বিন মাস
————————
ভাদ্র মাসের শেষে
আশ্বিন মাসের শুরু
রিম ঝিম বৃষ্টি,
মেঘে ঢাকা আকাশ
ভোর বেলা ঠান্ডা হাওয়া,
উঠোনে বসে গল্পে মেতে থাকে
কিশোর-কিশোরী আর বুড়ো।
দাদুর গল্পে প্রাণ ভরে যায়
মন ভরে যেত গানে,
পুরনো সেই দিনগুলো
ফিরে পেতে মন চায়
আনন্দগুলো আজও আমায় টানে।
০৩- শরৎ মাস
———————————
শরৎ এসেছে সবার দ্বারে
ফুল ফুটেছে নদীর ধারে
ফুলের গন্ধে মেতেছে সবাই
বর্ষার পানিতে ভরেছে নদীর পাড়।
বাগানে বাগানে ফুটেছে ফুল
ফুলের গন্ধে মৌমাছির দল
করছে ছোটা ছুটি চারপাশ
হালকা কুয়াশায় ভোর বেলায়
দেখা মিলে এক ফোঁটা
শিশির বিন্দু কণা
যেখানে থাকে মাটির উপর
নজর কারা সবুজ ঘাস।
বাহারি রঙের ফুলে
আজ সেজেছে শরৎ মাস
কিশোর-কিশোরী মনের আনন্দে
করছে ফুলের চাষ।