কবি: কামাল মাহমুদ জয়
যদি এমন হত পৃথিবীটা,
সবাই মিলে একা হইতাম,
কেউ কারো চোখে না তাকিয়ে,
শুধু মন দিয়ে বুঝে যেতাম।
যদি এমন হত পৃথিবীটা,
শব্দ গুলো নীরব হত,
চুপচাপ কথা বলতাম সবাই,
মনের ভাষায়, ভালোবাসায় ভরা।
যদি এমন হত পৃথিবীটা,
সব রঙ মিলিয়ে একটাই রঙ,
তবু সবার রঙের আলাদা স্বাদ,
একতার মাঝে থাকত নতুন পথ।
যদি এমন হত পৃথিবীটা,
ঘড়ির কাঁটা থেমে যেত,
সময় থাকত আমাদের হাতে,
মনে প্রাণে আমরা সময়কে মাত দিতাম।
যদি এমন হত পৃথিবীটা,
তাহলে জীবন হয়ত স্বপ্নের মতো,
তবুও সেই স্বপ্নের বাস্তবতায়,
থাকত ভালোবাসার অফুরন্ত আলো।