কলমে: আশফিকা আঁখি
মহামান্য সমন্বয়ক একটি কথা শোনেন
সিঙ্গেল মনে একটি কষ্ট এ কথা কি জানেন?
ডানে, বায়ে চলতে গেলে অস্বস্তিতে ভোগে
সিঙ্গেল মানুষ হাসির পাত্র ডিজিটাল এ যুগে।
পার্ক, স্টেশন আর রেস্টুরেন্টে জনগণে ঠাসা
আশেপাশে সবাই থাকে জোড়ায় জোড়ায় বসা
একা একা চলতে গেলে আড়চোখে সব দেখে
পৃথিবীর এই রঙিন মেলায় সিঙ্গেলরা সব ফিকে।
পুলিশ, আনসার,রিক্সাওয়ালা, ডাক্তার দিলো দাবী
সিঙ্গেলদের একটা-ই দাবী টুকটুকে লাল বিবি
ছোট্ট এই চাওয়াটুকু মেনে না নেন যদি
আলোচনায় লাভ হবে না ছাড়তে হবে গদি।