নিজস্ব প্রতিবেদক:
গতকাল ৬ই সেপ্টেম্বর ২০২৪খ্রিঃ রোজ শুক্রবার বৃহত্তর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের আমলিতলা বাজার সংলগ্ন রসুলপুর গণপাঠাগার এর উদ্যোগে আয়োজিত সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান খুবই জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে ছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, কবিতা,ছড়া আবৃত্তি ইত্যাদি।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লিহাজ পাঠান, সভাপতিত্ব করেন কবি মামুন বিন হারুন সাঃ সম্পাঃ রসুলপুর গনপাঠাগার, উদ্বোধক হিসাবে ছিলেন মাহাবুল আলম সদস্য ১নং রসুলপুর ইউপি,
প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাঃ আরিফুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গফরগাঁও, প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন কবি,কথাসাহিত্যিক ও চলচ্চিত্র অভিনেতা এবি এম সোহেল রশিদ, প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন হানিফ রাজা প্রতিষ্ঠাতা পরিচালক শিকড় সাহিত্য পরিষদ ময়মনসিংহ, বিশেষ আলোচক নাজিমুদ্দীন সোহাগ,
বিশেষ আকর্ষণ শাহ্ মোহাম্মদ সংগ্রাম চলচ্চিত্র পরিচালক,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন এম.আর খাইরুল ইসলাম সাবেক চেয়ারম্যান ১নং রসুলপুর ইউপি, মোস্তফা আল মাহদী প্রকাশক বৃত্তকলা একাডেমী, আব্দুর রাজ্জাক সাবেক সহঃ প্রধান শিক্ষক রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, রাসেল খান উপদেষ্টা রসুলপুর গণপাঠাগার, শাহীন শাহ্ সাঃ সম্পাঃ শিকড় সাহিত্য পরিষদ,
কবি ও ছড়াকার শাহজালাল সুজন স্বত্বাধিকারী বুশরা সাহিত্য ম্যাগাজিন ও সহঃ শিক্ষা বিষয়ক সম্পাদক রসুলপুর গণপাঠাগার, কবি মাহিন মুর্তজা,কবি নাদিম মাহমুদ সহ প্রমুখ।
গণপাঠাগার এর প্রয়োজনীয়তা ও দিক নির্দেশনা মূলক বক্তব্য ও সার্বিক সহযোগিতা সাহিত্য চর্চার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন রসুলপুর গণপাঠাগার এর প্রতিষ্ঠাতা পরিচালক হৃদয় হাসান মুস্তাফিজ এবং উনার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।