মোঃ মুনজুর রহমান, জেলা প্রতিনিধি রাজশাহী:
শীতের আগাম সবজি চাষে কৃষকদের ব্যস্ততা বেড়েছে, কেউ জমি চাষ করছেন, কেউবা শীতের আগাম সবজির বীজ ছিটাচ্ছেন, সবজি চাষে ব্যবহৃত বাঁশের মাচা তৈরিসহ নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছেন রাজশাহীর বিভিন্ন এলাকার কৃষকরা,
অনেক কৃষক বেশি লাভের আশায় আগাম সবজির চাষ করেন,
এ বছরও লক্ষ্যমাত্রা অনুযায়ী আগাম সবজি চাষ করছেন কৃষকেরা কিন্তু তারা বলছেন মাঝে মধ্যেই টানা বৃষ্টির কারণে বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের এমনকি নষ্ট হয়ে যাচ্ছে শীতকালীন আগাম সবজি ক্ষেত।
আবারও কোথাও কোথাও উচু জায়গা জমি গুলোতে
সবজির চাষ করেছেন কৃষকরা যা বাজারে উঠতে শুরু করেছে।
এতে ভালো দাম পাচ্ছেন তারা এরপরও লোকসান এর পরিমাণ গুনতে হচ্ছে কৃষকদেরকে কারণ দাম ভালো পেলেও শীতকালীন আগাম সবজী ক্ষেতে ফলন হয়েছে তুলনামূলক কম।
কিন্তু মাঝে মধ্যেই টানা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে শীতের আগাম সবজি যার কারণে বাজারে সবজি আমদানি একেবারেই কম এর কারণে শীতের আগাম সবজি কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
শীতের আগাম সবজি বাজারে নিতে কে আগে পারবেন সে নিয়ে কৃষকদের মাঝে প্রতিযোগিতা এবং ব্যস্ততা শুরু হয়েছে ফসলের মাঠে’
কে আগে ফলন বাজারে আনতে পারেন এ নিয়ে চলছে প্রতিযোগিতা, শীতকালীন মূলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, লালশাক, পালংশাক, পুঁইশাক, রাজশাহীর বিভিন্ন এলাকার কৃষকরা আগেই বাজারে তোলেন।
মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক তাদের পাশে আছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন’
প্রত্যেক শীতে তিনবার সবজি চাষ করেন কৃষকরা, ইতোমধ্যে প্রতিবছর এ সময় শুরু হয়ে যায় বর্ষাকালীন একটি জাতের পেঁয়াজ চাষ কিন্তু রাজশাহীর বিভিন্ন এলাকায় গত ২-৩ বছর যাবত খনন করা হয়েছে ফসলের জমিতে হাজার হাজার একর পুকুর, যার কারণে বন্যার পানি নামার রাস্তা পাচ্ছে না, হয়ে গেছে ছোট নদী নালা গুলো বন্ধ যার কারণে বিলের ফসলি জমি গুলোর পানি কোথাও বেরোতে পারছে না, কৃষকরা পারছে না তাদের সেই বর্ষাকালীন পেঁয়াজের চাষ করতে এমনকি।