-----------------------
০১- সাঁঝবাতি
জীবনের অনেক হিসাব বাকি
তবুও বেলা শেষ
শরীরের চামড়া ঢিলা হলো
সাদা হলো কেশ।
চোখের সামনে ঝাপসা দেখি
কানেও শুনি কম
সারা ক্ষণ শরীর কাপে
ঘন ছাড়ি দম।
মরে যাবো এটাও জানি
তবুও বাঁচার আশা
সাঁঝবাতি মনে করায়
জীবন শুধু দুরাশা।
---------------
০১- ঝড় বৃষ্টি
একটানা একসপ্তাহ ধরে বৃষ্টি
গ্রামের ঘরে ঘরে অভাবের সৃষ্টি।
মাঠে ঘাটে পানিতে ভরপুর
ধানের উপরে পানিতে টইটম্বুর।
ঝড় বৃষ্টিতে নেই আবার বিদ্যুৎ
অন্ধকারে চারপাশ লাগে অদ্ভুত।
বৃষ্টির জন্য সকলের বন্দিদশা
প্রচুর পরিমানে বেড়েছে মাছি মশা।
ঘরে কেরোসিন তেল নেই
ফোনে কারো চার্জ নেই।
বাতাসে নিভে যায় মোমের আলো
অভাবে খেতে পায় না কেও ভালো।
শিশু আর বৃদ্ধ অসুস্থতায় ভোগে
জ্বর আর পানিবাহিত রোগে।